হোম > রাজনীতি

দিনাজপুরে জামায়াতের জনসভা শুরু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে জামায়াতের জনসভা শুরুর আগের প্রস্তুতি। ছবি সকালে তোলা। আজকের পত্রিকা

দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড় ময়দানে জামায়াতের জনসভা শুরু হয়েছে। স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন সেখানে। জানা গেছে, আজ শুক্রবার উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে পঞ্চগড়ে জনসভা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখান থেকে দিনাজপুরে এসে জনসভা করবেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পঞ্চগড়-১ (তেঁতুলিয়া সদর-আটোয়ারী) আসনের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রাকসুর ভিপি মোস্তাকুর রহমানের (জাহিদ) প্রমুখ।

দিনাজপুরে সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলার ১৩টি উপজেলা থেকে নেতা-কর্মীরা এসেছেন।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান জানান, জনসভায় সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে আসতে পারেন, সে জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি ছয় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। যাঁদের মধ্যে ১ লাখ থাকবেন নারী।’

পূর্বঘোষিত সূচি অনুসারে, ডা. শফিকুর রহমান পঞ্চগড় থেকে দিনাজপুর হয়ে বিকেল ৪টায় যাবেন ঠাকুরগাঁও। সেখান থেকে যাবেন রংপুরে। সন্ধ্যা ৭টায় সেখানে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। সমাবেশ শেষে রংপুরে রাতযাপনের কথা রয়েছে তাঁর।

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশে ডিম নিক্ষেপ

ভাসানটেকে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান

এবারের নির্বাচন প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন: নাহিদ ইসলাম

দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

নির্বাচন বানচাল করতেই কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি: মির্জা ফখরুল

কেউ কেউ বসন্তের কোকিল, উড়ে এসে জুড়ে বসে: জামায়াত আমির

সামনে আগাব, নাকি পেছনে যাব—এই নির্বাচনেই তার ফয়সালা: সারজিস আলম

উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: পঞ্চগড়ে জামায়াত আমির

পঞ্চগড়ে জামায়াতের সমাবেশ শুরু, কানায় কানায় পূর্ণ মাঠ

শুধু গার্মেন্টস দিয়ে কী হবে, নতুন নতুন শিল্প স্থাপন করতে হবে: তারেক রহমান