হোম > রাজনীতি

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: শেখ হাসিনা

তানিম আহমেদ ও মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার থেকে

দ্বাদশ জাতীয় নির্বাচনে কক্সবাজারবাসীর কাছে নৌকা মার্কার জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনেও ২০২৩ এর পরেই ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’

 আজ বুধবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

শেখ হাসিনা বলেন, ‘গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।’ 

কক্সবাজারবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘২০১৮ সালে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন। এই কক্সবাজারের উন্নয়ন করেছি। পরপর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি। ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার আছে বলেই এই দেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীলে দেশে মর্যাদা পেয়েছে।’  

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আগামী নির্বাচনেও ২০২৩ ’র পরেই ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা কি নৌকায় ভোট দেবেন? আপনারা হাত তুলে আবার বলেন, দেবেন আপনারা?’ এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে শেখ হাসিনাকে সমর্থন জানান। 

উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম আমি তাই।’ 

উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আবার আসিব ফিরে, এই কক্সবাজারের সমুদ্র সৈকতের তীরে।’ 

২০৪১ সালের মধ্যে জাতির পিতা স্বপ্নের উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই দেশে একটি মানুষও ভূমিহীন ও গৃহহারা থাকবে না। আপনাদের অনুরোধ করছি নিজেদের এলাকায় যদি কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকে, সেই পরিবারের ঠিকানা দেবেন। আমরা বিনা পয়সায় সকলকে ঘর তৈরি করে দিচ্ছি। জীবন-জীবিকার ব্যবস্থা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন, গৃহহীন, অভুক্ত, অশিক্ষিত থাকবে না। প্রত্যেকের জীবনমান উন্নত হবে।’

৭ আসনে এনসিপির প্রতিপক্ষ জামায়াত, খেলাফত প্রার্থীরাও

ভোটারের প্রত্যাশা বেশি, প্রার্থীর প্রতিশ্রুতি কম নয়

শাহজালালের মাজারে তারেক রহমান, বিএনপির নির্বাচনী প্রচার শুরু

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় মেনন-মানিক গ্রেপ্তার

উত্তরবঙ্গে ৮ জেলায় সফরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

পাইকারিভাবে দায়মুক্তি দিলে হবে না, প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে: আনু মুহাম্মদ

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন বিজেপিসহ ৫ দলের নেতারা

তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচার