সিলেটে হরতাল পালন করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। রবিবার কেন্দ্রীয় নির্দশনা অনুযায়ী ফজরের নামাজের পর থেকেই রাস্তায় নামেন তারা। ভোর থেকে তারা মহানগরীর বিভিন্ন রাস্তায় পিকেটিং করে। নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ইট বিছিয়ে এবং কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়।
হরতালের কারণ সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। আঞ্চলিক সড়কগুলোতেও বাস এবং যাত্রীবাহী গাড়িসহ চলাচল বন্ধ রয়েছে। তবে নির্ধারিত সময়ে গন্তব্যে ছেড়ে গেছে ট্রেন।
হানিফ পরিবহন সিলেট কাউন্টারের ব্যবস্থাপক রশিদ আলী জানান, সিলেট থেকে ঢাকাগামী বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হরতালের কারণে বাস কাউন্টারগুলোতেও নেই যাত্রীদের ভিড়।
হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, ভোরে হেফাজত নেতাকর্মীরা রাস্তায় নামার সাথে সাথে বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব এবং ছয় জন নির্বাহী মাজিস্ট্রেট।
নগরীর কোর্ট পয়েন্ট, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, মিরাবাজার, শিবগঞ্জ, উপশহর, মদিনা মার্কেট, মেজরটিলা,তেতলী বাইপাস, টিলাগড়সহ গুরুত্বপূর্ণ রাস্তা এবং মোড়গুলোতে অবস্থান নিয়েছেন হেফাজত নেতাকর্মীরা। এছাড়াও ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে হেফাজতের প্রায় অর্ধশত নেতাকর্মী নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পিকেটিং করেছে।