হোম > রাজনীতি

আন্দোলনের রং তো লাল, বিএনপির কালো পতাকা মিছিল কেন: প্রশ্ন কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘টেলিভিশনের স্ক্রলে ও পত্রিকার হেডলাইনে দেখলাম বিএনপি কালো পতাকা মিছিল করছে। তাদের কে মারা গেছে? কালো পতাকা মিছিল তো শোকের মিছিল। আমরা আগস্টে শোকের মিছিল করি। বিএনপির আন্দোলনের বারোটা বেজে গেছে, তাই নেতারা অজান্তে শোকের মিছিল করছে। আন্দোলনের রং তো লাল। লাল-সবুজ বাংলাদেশের জাতীয় পতাকা।’ 

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের গলা শুকিয়ে গেছে, মিছিল-সমাবেশে আর জোর নেই। সব কমতির দিকে। আন্দোলনের মরা গাঙে ঢেউ নেই। বিএনপির আন্দোলন এখন ভাঙা হাট। ভাঙা হাটে কেউ আসে না। 
 
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যে মিছিলে জনগণ নাই, সেই মিছিল গণমিছিল হয় কীভাবে? মিছিল দেখবেন? মিছিল দেখাব। একপ্রান্ত যাত্রাবাড়ী, আরেক প্রান্ত এই দিকে মিরপুর ওই দিকে সবুজবাগ। আওয়ামী লীগের মিছিলে সারা শহরে ঢল নামে। দেখবেন ২ তারিখে (২ সেপ্টেম্বর), দেখবেন ১ তারিখে তারুণ্যের সমাবেশ। ওই দিন লাখো তরুণের হাতে আমরা দেখাব বিজয়ের পতাকা, শোকের কালো পতাকা নয়।’ 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমসহ আরও অনেকে।

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল