আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘টেলিভিশনের স্ক্রলে ও পত্রিকার হেডলাইনে দেখলাম বিএনপি কালো পতাকা মিছিল করছে। তাদের কে মারা গেছে? কালো পতাকা মিছিল তো শোকের মিছিল। আমরা আগস্টে শোকের মিছিল করি। বিএনপির আন্দোলনের বারোটা বেজে গেছে, তাই নেতারা অজান্তে শোকের মিছিল করছে। আন্দোলনের রং তো লাল। লাল-সবুজ বাংলাদেশের জাতীয় পতাকা।’
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যে মিছিলে জনগণ নাই, সেই মিছিল গণমিছিল হয় কীভাবে? মিছিল দেখবেন? মিছিল দেখাব। একপ্রান্ত যাত্রাবাড়ী, আরেক প্রান্ত এই দিকে মিরপুর ওই দিকে সবুজবাগ। আওয়ামী লীগের মিছিলে সারা শহরে ঢল নামে। দেখবেন ২ তারিখে (২ সেপ্টেম্বর), দেখবেন ১ তারিখে তারুণ্যের সমাবেশ। ওই দিন লাখো তরুণের হাতে আমরা দেখাব বিজয়ের পতাকা, শোকের কালো পতাকা নয়।’