হোম > রাজনীতি

আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। 

ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘অসমর্থ ও অসুস্থ ব্যক্তিকে সিআরপিসির ৪৯৭ ধারা অনুযায়ী পরিবারের জিম্মায় জামিন দিতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আনোয়ার হোসেন মঞ্জু একজন ৮২ বছর বয়স্ক ব্যক্তি, তিনি অসুস্থ। তাই জিজ্ঞাসাবাদ শেষে ধানমন্ডি থানার ওসি তাঁর মুচলেকা রেখে জামিনে ছেড়ে দিয়েছে। প্রয়োজন হলে তাঁকে আবার ডাকা হবে।’ 

এর আগে বিকেলে আনোয়ার হোসেন মঞ্জুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচ থানায় মামলা রয়েছে বলে জানানো হয়। 

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। এর আগে তিনি যোগাযোগমন্ত্রী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন। তবে গত জানুয়ারির নির্বাচনে তিনি জিততে পারেননি।

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম