হোম > রাজনীতি

সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে: জাহাঙ্গীর কবির নানক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে বাংলাদেশ তার লক্ষ্যে এগিয়ে যাবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি এ কথা বলেন। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে হাজার বছরের পরাধীন বাঙালি যখন মুক্তির দারপ্রান্তে, ঠিক সেই মুহূর্তে দেশকে মেধাশূন্য করতে বাঙালির মেধা হিসেবে খ্যাত বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সেদিন পাকিস্তানি সামরিক বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে যেভাবে পরাজিত হয়েছে, ঠিক তেমনি তাদের আন্তর্জাতিক প্রভুরাও সেদিন পরাজিত হয়েছে। 

আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে এগিয়ে যাবে।

স্বাধীনতাযুদ্ধের ডাকে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই মুক্তির সংগ্রামে লিপ্ত। আর সেই মুক্তিসংগ্রামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, তা ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি তার নবতর মুক্তির সোপানে এগিয়ে যাবে, এবারের বুদ্ধিজীবী দিবসে এটিই প্রত্যয়ের শপথ।

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম