হোম > রাজনীতি

সংস্কার শেষে কখন নির্বাচন হবে, সেটা জনগণ জানতে চায়: রিজভী

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকার কখন সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দেবে, তা দেশের জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার বিকেলে নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই মন্তব্য করেন। হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এই খেলায় গাজীপুরের কাপাসিয়ার আলফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশনকে ২-১ গোলে পরাজিত করে নরসিংদীর শিবপুরের সাতপাইকা ফুটবল একাদশ।

রিজভী বলেন, ‘সংস্কার কখনো একটা পুরোনো ৪০০ বছরের বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার পদ্মা নদীর পানির মতো, মেঘনা নদীর পানির মতো। বঙ্গোপসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে। যুগে যুগে এবং সময়ে সময়ে জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়। কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন, সেটা কবে হবে, সে কথাগুলো আপনি কিছু বলছেন না। কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে, সেটা জনগণ জানতে চায়।’

বর্তমানে দেশে নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত, সে কাজগুলো আটকে আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘শেয়ার বাজারে অত্যন্ত নাজুক অবস্থা। নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। কোরবানির আগে মসলার দাম বেড়ে গেছে। আজকে জবাবদিহিমূলক সরকার আসলে এই কাজগুলো (বাজার নিয়ন্ত্রণ) করত। এ কাজগুলো তারা (অন্তর্বর্তী সরকার) করতে পারছে না।’

অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সভাপতিত্ব করেন। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও জাইমা

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান