হোম > রাজনীতি

সংস্কার শেষে কখন নির্বাচন হবে, সেটা জনগণ জানতে চায়: রিজভী

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকার কখন সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দেবে, তা দেশের জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার বিকেলে নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই মন্তব্য করেন। হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এই খেলায় গাজীপুরের কাপাসিয়ার আলফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশনকে ২-১ গোলে পরাজিত করে নরসিংদীর শিবপুরের সাতপাইকা ফুটবল একাদশ।

রিজভী বলেন, ‘সংস্কার কখনো একটা পুরোনো ৪০০ বছরের বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার পদ্মা নদীর পানির মতো, মেঘনা নদীর পানির মতো। বঙ্গোপসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে। যুগে যুগে এবং সময়ে সময়ে জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়। কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন, সেটা কবে হবে, সে কথাগুলো আপনি কিছু বলছেন না। কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে, সেটা জনগণ জানতে চায়।’

বর্তমানে দেশে নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত, সে কাজগুলো আটকে আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘শেয়ার বাজারে অত্যন্ত নাজুক অবস্থা। নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। কোরবানির আগে মসলার দাম বেড়ে গেছে। আজকে জবাবদিহিমূলক সরকার আসলে এই কাজগুলো (বাজার নিয়ন্ত্রণ) করত। এ কাজগুলো তারা (অন্তর্বর্তী সরকার) করতে পারছে না।’

অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সভাপতিত্ব করেন। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু