হোম > রাজনীতি

ষড়যন্ত্রকারীদের বহিষ্কারের ঘোষণা জাতীয় পার্টির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এ বিষয়ে নেতা-কর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সভার সদস্যরা। এই ষড়যন্ত্রে পার্টির কেউ জড়িত থাকলে তাঁদের বহিষ্কার করারও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আজ শনিবার রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাপার প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়। এদিন গণমাধ্যমে পাঠানো এক ‍বিবৃতিতে দলটির এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্তের কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় পার্টির (জাপা) বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে কেউ হাত মেলালে তিনি যে পর্যায়ের নেতাই হোক, তাঁকে দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করা হবে।’ সভায় সর্বসম্মতিক্রমে জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে সদস্যরা সংসদীয় দলের সভার প্রস্তাবনার প্রতি সমর্থন জানান বলেও জানানো হয়। 

প্রেসিডিয়াম সভায় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, বিরোধীয় দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদসহ আরও অনেকে অংশ নেন। 

এদিন পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আরেক অনুষ্ঠানে ‘জাতীয় পার্টি কখনই আওয়ামী লীগের বি-টিম নয়’ বলে মন্তব্য করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।’

জি এম কাদের বলেন, ‘এখন নির্বাচনের নামে প্রহসন চলছে। প্রজাতন্ত্রের মালিক হচ্ছে দেশের সাধারণ মানুষ। অথচ তারা ইচ্ছামতো প্রতিনিধি নির্বাচন করতে পারছেন না, এমনকি পছন্দমতো না হলে প্রতিনিধি পরিবর্তনেও তারা আজ অপারগ।’

কাদের বলেন, ‘প্রতিনিধিদের সরকার পরিচালনায় জনগণের ইচ্ছা-অনিচ্ছার প্রতিফলন দৃশ্যমান নয়। এককথায় জনগণ মালিক বা দেশ যে প্রজাতন্ত্র তা বাস্তবে অনুপস্থিত। দেশের ওপর সাধারণ জনগণের মালিকানাস্বত্ব ছিনতাই হয়ে গেছে। তাই সাধারণ মানুষ রাজনীতি ও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।’

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’