হোম > রাজনীতি

‎আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ে তৈরি হচ্ছে মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে মঞ্চ। ছবি: আজকের পত্রিকা

‎আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে মঞ্চ। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি সমর্থন করেন, তাঁরা এই মঞ্চ থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ‎

আজ ‎শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে।

‎মঞ্চ তৈরিতে কাজ করা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে পাঁচটি ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা কাজ শেষ করে ফেলবেন।

শুক্রবার সকালে বিক্ষোভে যোগ দেয় জামায়াতে ইসলামী। ছবি: আজকের পত্রিকা

‎মঞ্চ তৈরির দায়িত্বে থাকা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতারা। দলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী আসবেন। এ ছাড়া গতকাল রাতেই এনসিপির বিক্ষোভে সমর্থন জানায় জমায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার সামনে বাড়ছে জমায়েত। যমুনার সামনের সড়কে স্থান সংকুলান হবে না বিবেচনায় মিন্টু রোডে ফোয়ারার মোড়ে মঞ্চ তৈরির কাজ চলছে।

বৃহস্পতিবার রাত থেকে যমুনার সামনে অবস্থান নেয় এনসিপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো. হিফজুর রহমান বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশ থেকে আমাদের নেতা-কর্মীরা আসতেছে। বিভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির আন্দোলনে সমর্থন জানিয়েছে। তাই যমুনার সামনে জায়গা সংকুলানের কথা বিবেচনা করে মিন্টু রোডের মুখে মোড়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। এখান থেকেই আমাদের দাবি সারা দেশে ছড়িয়ে পড়বে। এই মঞ্চ থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে নতুন ঘোষণা আসবে।’

গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে এনসিপি। আজ সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন এনসিপি ও অন্যান্য দল ও সংগঠনের নেতা-কর্মীরা। ‎আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা।

বিক্ষোভকে কেন্দ্র করে যমুনার চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তায় ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে যমুনার আশপাশে।

আরও পড়ুন:–

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপির তাজনূভা, ১৮-তে নাসীর

মব সহিংসতা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে: রিজভী

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে: জোনায়েদ সাকি

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

জিয়াউর রহমান সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করতেন: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতায় সর্বাধিক সুরক্ষা দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের সময়: মাহদী আমিন

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার সঙ্গে গভীর ষড়যন্ত্র জড়িত: জামায়াত

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা ভয়ংকর: নোয়াবের সভায় বক্তারা

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান