হোম > রাজনীতি

‘জিয়াকে নিয়ে কথা বলা মানেই তাকে গুরুত্ব দেওয়া’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনায় মেজর জিয়াকে নিয়ে কথা না বলাই ভালো। কথা বললেই তাকে গুরুত্ব দেওয়া হয়। সে একজন সংবাদ পাঠকের মতন খবরটা পাঠ করে গেছেন বলে মন্তব্য করেন কে এম খালিদ।

আজ সোমবার বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

‘বঙ্গবন্ধু বিকল্পহীন অদ্বিতীয় নেতা’ শীর্ষক বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনার ২০২২ এর আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনশিক্ষা বিভাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

কে এম খালিদ বলেন, এই বাংলাকে স্বাধীন করতে অনেকেই চেষ্টা করেছে, ‘সিরাজুদ্দৌলা, প্রীতিলতা, ক্ষুদিরাম, সূর্যসেন। নেতাজী রক্ত দেওয়ার কথা বলেছে। বাংলার মানুষ কিন্তু রক্ত দিয়েছেন। কিন্তু স্বাধীনতা আসেনি। স্বাধীনতা এসেছে শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। আজ থেকে ৫১ বছর আগে কোন শাসক বাংলাদেশকে এককভাবে শাসন করেনি উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করার পর তাঁর মাধ্যমে একটি বাঙ্গালি সরকার গঠিত হয়েছে। একটা অপ্রস্তুত অবস্থা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে আমরা প্রস্তুত হয়ে যুদ্ধ করেছি। সেখান থেকে দেশ স্বাধীন করে আনতে পেরেছি আমরা।’

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন লেখক ও শিক্ষাবিদ আবুল মোমেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক । ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো আবুল মনসুর।

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস