হোম > রাজনীতি

আন্দোলন সফল সমাপ্তির দিকে যাচ্ছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান এক দফা আন্দোলন সফল সমাপ্তির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে যুগপৎ আন্দোলনের শরিক গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি।

আমীর খসরু বলেন, ‘এই আন্দোলনে সাধারণ মানুষকে আমরা সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি এবং আন্দোলন একটি সফল সমাপ্তির দিকে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি। আমাদের যুগপৎ আন্দোলন অব্যাহত আছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাঁরা শুধু এই আন্দোলনের শরিক নয়, তাঁরা একেবারে সক্রিয়ভাবে আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আর সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করতে আমরা সক্ষম হয়েছি।’

বৈঠক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আমরা আন্দোলনের বিভিন্ন দিকগুলো নিয়ে আলাপ-আলোচনা করেছি। আর আগামীদিনের আন্দোলনের কর্মসূচির প্রক্রিয়া কি হবে—এ বিষয়ে সবাই মতামত দিয়েছেন। সেভাবেই আমরা সামনে এগিয়ে যাব।’

সংলাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আলোচনায় যদি তাঁরা (ক্ষমতাসীন) আসতে চায় তাহলে বিএনপিসহ যুগপৎ-এ যারা আছি, আমরা সেই আলোচনায় যাব। এর বাইরে তাঁদের কথা মতো কোনো আলাপ-আলোচনার সুযোগ নাই।’

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আমরা সবাই যৌথভাবেই আন্দোলনে আছি। বাংলাদেশের সবার একটি দাবি, সেটা হচ্ছে-অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন হতে নিরপেক্ষ সরকারের অধীনে।’

বৈঠকে আমীর খসরুর নেতৃত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও অংশ নেন।

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে বৈঠকে দলটির নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, পিপলস পার্টির বাবুল সরদার চাখারী, মোহাম্মদ আবদুল কাদের, পারভীন নাসের খান অংশ নেন।

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান