হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান সমর্থন করে না গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিধান গণঅধিকার পরিষদ সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। আজ রোববার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৫তম দিনের সংলাপ শেষে এ কথা জানান তিনি।

শাকিল উজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একই ব্যক্তি যদি রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন, তাহলে রাষ্ট্রের সব ক্ষমতা এককভাবে তাঁর হাতে কেন্দ্রীভূত হয়। এর ফলে এক ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে, যা স্বৈরাচারী প্রবণতাকে উৎসাহিত করে এবং গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে।’

শাকিল উজ্জামান আরও বলেন, দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা—এই তিন গুরুত্বপূর্ণ পদে পৃথক তিনজন দায়িত্ব পালন করলে নেতৃত্বের বিকাশ ঘটে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয় এবং রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।

শাকিল আরও বলেন, কোনো ব্যক্তি যদি পরপর দুবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে তাঁর রাষ্ট্রপতির পদে নিয়োগ পাওয়ার সুযোগও বন্ধ করা উচিত। কারণ, এটি ক্ষমতার পালাক্রম রক্ষায় সহায়ক হবে এবং এক ব্যক্তির দীর্ঘমেয়াদি কর্তৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনা রোধ করবে।

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা