হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান সমর্থন করে না গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিধান গণঅধিকার পরিষদ সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। আজ রোববার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৫তম দিনের সংলাপ শেষে এ কথা জানান তিনি।

শাকিল উজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একই ব্যক্তি যদি রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন, তাহলে রাষ্ট্রের সব ক্ষমতা এককভাবে তাঁর হাতে কেন্দ্রীভূত হয়। এর ফলে এক ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে, যা স্বৈরাচারী প্রবণতাকে উৎসাহিত করে এবং গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে।’

শাকিল উজ্জামান আরও বলেন, দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা—এই তিন গুরুত্বপূর্ণ পদে পৃথক তিনজন দায়িত্ব পালন করলে নেতৃত্বের বিকাশ ঘটে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয় এবং রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।

শাকিল আরও বলেন, কোনো ব্যক্তি যদি পরপর দুবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে তাঁর রাষ্ট্রপতির পদে নিয়োগ পাওয়ার সুযোগও বন্ধ করা উচিত। কারণ, এটি ক্ষমতার পালাক্রম রক্ষায় সহায়ক হবে এবং এক ব্যক্তির দীর্ঘমেয়াদি কর্তৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনা রোধ করবে।

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’