হোম > রাজনীতি

কুসিক নির্বাচন: আ.লীগের দাবি সরে দাঁড়াবেন, ইমরান বললেন অপেক্ষার কথা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মাসুদ পারভেজ খান ইমরান। আওয়ামী লীগের দাবি, ইমরান আগামী বৃহস্পতিবার নৌকার প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। কিন্তু ইমরান বলছেন, তিনি এখনো মনোনয়ন প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ইমরানের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ইমরানের বড় বোন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

বৈঠক শেষে বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের জানান, নৌকার প্রার্থীর সমর্থনে ইমরান ২৬ মে মনোনয়ন প্রত্যাহার করবেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগে প্রতিযোগিতা থাকে। কিন্তু দিন শেষে ঐক্যবদ্ধ হতে ভুল করে না। আসন্ন কুসিক নির্বাচনেও তাই হতে যাচ্ছে। কুমিল্লার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবার বীর মুক্তিযোদ্ধা আফজল খানের পরিবার। তাঁরা অতীতেও দলের জন্য ত্যাগ স্বীকার করেছে। কুমিল্লা সিটি নির্বাচনেও তাই করতে যাচ্ছে। তাঁর ছেলে ইমরান প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত হয়েছে। শেষ দিন তিনি প্রার্থিতা প্রত্যাহার করে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। 

তবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর আজকের পত্রিকা'কে ইমরান বলেন, ‘আমি এখনো মনোনয়ন প্রত্যাহারের কথা দিইনি। নেতাদের কিছু দাবি-দাওয়ার কথা জানিয়েছি, সেগুলো পূরণ হলেই মনোনয়ন প্রত্যাহার করব।’

ইমরান বলেন, ‘আমি ওনাদের বলেছি, আমরা সুন্দরভাবে রাজনীতি করতে চাই। এমপি বাহারের (সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার) অত্যাচারে কুমিল্লার মানুষ অতিষ্ঠ, তাদের বাঁচাতে ওনাদের সাহায্য চেয়েছি। আর মনোনয়ন যাকে দেওয়া হয়েছে, সেটা চলবে না। এটা নিয়েও সুযোগ থাকলে চিন্তাভাবনার জন্য বলেছি।’ 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

ইমরান আরও বলেন, ‘ওনারা ওনাদের কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। আমি কেন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেটা বিবেচনার জন্য বলেছি। সবকিছু নিয়ে আরও দুইটা দিন অপেক্ষা করতে হবে।’

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান