হোম > রাজনীতি

সরকার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করছে বিএনপির অনেকে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির অনেক নেতা সরকার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করছে, তবে তা প্রমাণের সুযোগ নেই। এ ছাড়া ভবিষ্যতে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার বিষয়ে দেশের জনগণ এবং তৃণমূলে যে সংশয় রয়েছে তা কাটানোর দায়িত্ব বিএনপির শীর্ষ নেতাদের বলেও মন্তব্য করেন তিনি। 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য গয়েশ্বর চন্দ্র এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ২০১৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছিল। পরে ভোটে যাওয়ায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এখন নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার বিষয়ে দেশের জনগণ এবং তৃণমূলে যে সংশয় রয়েছে তা কাটানোর দায়িত্ব বিএনপির শীর্ষ নেতাদের নিতে হবে। 

আন্দোলন-কর্মসূচির মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আন্দোলনের জন্য আন্তরিকতার প্রয়োজন রয়েছে, এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না এই সিদ্ধান্তে আমাদের অটল থাকতে হবে। আমাদের একটিভিটি দ্বারা এখন থেকেই যেন জনগণ সেই বার্তা পায়। আমাদের সাহসী হতে হবে। আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। রাজপথে সক্রিয় থেকে নিজেকে প্রমাণ করতে হবে। কারা রাতের অন্ধকারে টাকা নিচ্ছে, ফেভার নিচ্ছে সেটা আমাদের জানা নেই। এই বিষয়টি প্রমাণ করার কোনো সুযোগ নেই।’  

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘একটা পজিটিভ দিক হলো বিএনপি এখন শুধু মার খায় না তারা মার দেয়। এটা বিএনপির জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যুদ্ধে অনেক রক্ত যাবে, অনেক ক্ষয়ক্ষতি হবে। জনগণের জন্য বিএনপিকে এই যুদ্ধে নামতেই হবে।’

পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘পুলিশকে আক্রমণ করা ঠিক নয়। তারা কর্তব্য পালন করছে। যদি তারা বাড়াবাড়ি করে আর জনগণ মনে করে ইউনিফর্মকে সম্মান করবে না তাহলে কিছু ই করার নেই।’ 

প্রধান আলোচকের বক্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ‘সরকার অনুগত নির্বাচন কমিশন বসিয়েছে। এই আউয়াল কমিশন আমরা মানি না। বর্তমানে বিএনপির সঙ্গে সকল দল একমত তারা নির্বাচনে যাবে না। বর্তমান সরকার গণতন্ত্র চায় না। সরকার জানে জনগণ তাদের সমর্থন করবে না। তাই তারা ভারতের সাহায্য চায়। ভারতের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’ 

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির কার্য নির্বাহী সদস্য মীর শরাফত আলী শফুসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ