হোম > রাজনীতি

দেশে ফিরলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় আট মাস চিকিৎসা নিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। 

আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রওশনের সঙ্গে দেশে ফিরেছেন তাঁর ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদও। 

বিমানবন্দরে জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের নেতাকর্মীরা রওশনকে স্বাগত জানান। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ খবর জানিয়েছেন। 

গত বছরের ৫ নভেম্বর সংকটাপন্ন অবস্থায় রওশন এরশাদকে ব্যাংকক নেওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বিমানবন্দরে রওশন এরশাদকে স্বাগত জানাতে জাপা চেয়ারম্যান ছাড়াও পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, মসিউর রহমান রাঙ্গা, গোলাম কিবরিয়া টিপ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া, রওশন আরা মান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

এরশাদ ট্রাস্টি বোর্ডও রওশন এরশাদকে স্বাগত জানিয়েছে। ট্রাস্টির পক্ষ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে সমাগত হোন। তাঁরা রওশনকে স্বাগত জানিয়ে বিভিন্ন রকমের ব্যানার ও ফেস্টুন সহকারে মিছিল নিয়ে বিমানবন্দরে আসেন। 

বিমানন্দর থেকে বেরিয়ে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যান রওশন এরশাদ। ঢাকায় অবস্থানকালে রওশন সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবার থাইল্যান্ড চলে যাবেন। 

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা