হোম > রাজনীতি

দেশে ফিরলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় আট মাস চিকিৎসা নিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। 

আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রওশনের সঙ্গে দেশে ফিরেছেন তাঁর ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদও। 

বিমানবন্দরে জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের নেতাকর্মীরা রওশনকে স্বাগত জানান। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ খবর জানিয়েছেন। 

গত বছরের ৫ নভেম্বর সংকটাপন্ন অবস্থায় রওশন এরশাদকে ব্যাংকক নেওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বিমানবন্দরে রওশন এরশাদকে স্বাগত জানাতে জাপা চেয়ারম্যান ছাড়াও পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, মসিউর রহমান রাঙ্গা, গোলাম কিবরিয়া টিপ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া, রওশন আরা মান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

এরশাদ ট্রাস্টি বোর্ডও রওশন এরশাদকে স্বাগত জানিয়েছে। ট্রাস্টির পক্ষ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে সমাগত হোন। তাঁরা রওশনকে স্বাগত জানিয়ে বিভিন্ন রকমের ব্যানার ও ফেস্টুন সহকারে মিছিল নিয়ে বিমানবন্দরে আসেন। 

বিমানন্দর থেকে বেরিয়ে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যান রওশন এরশাদ। ঢাকায় অবস্থানকালে রওশন সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবার থাইল্যান্ড চলে যাবেন। 

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা