হোম > রাজনীতি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে বিএনপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, স্থায়ী কমিটির সভায় নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই আলোচনা থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত আসে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। যেসব জেলায় সমাবেশ হয়নি, ওই সব জেলায় ওই দিন থেকে বিস্তারিত কর্মসূচি প্রণয়নের জন্য তাঁকে দায়িত্ব দেওয়ার কথাও জানান ফখরুল।

জেলায় জেলায় বিএনপির সমাবেশ চলাকালে সিরাজগঞ্জ, হবিগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় বাধা ও হামলা-মামলার অভিযোগ এনে বিবৃতিতে বলা হয়, ‘শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের উদ্দেশে আওয়ামী সন্ত্রাসীদের দফায় দফায় আক্রমণ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর অবৈধ অস্ত্র নিয়ে গুলিবর্ষণ, নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী সন্ত্রাসীদের ছবি জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো মামলা, গ্রেপ্তার না করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করা হয়।’ 

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা