হোম > রাজনীতি

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিনকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ শনিবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে আজকের পত্রিকার কাছে নিশ্চিত করেছেন নূহ-উল-আলম লেনিন। তিনি বলেন, আজকে (শনিবার) সন্ধ্যায় আমাকে চিঠি পাঠানো হয়েছে।

নূহ-উল-আলম লেনিন ১৯৭৩ থেকে ৭৬ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ছিলেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক এবং অবিভক্ত সিপিবির প্রেসিডিয়াম সদস্য।

১৯৯৭ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর তাঁকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়। পরে তিনি দলটির তথ্য ও গবেষণা সম্পাদক, পরের সম্মেলনে প্রচার ও প্রকাশনা সম্পাদক হন। ২০১২ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন তিনি। কিন্তু ২০১৬ সালের সম্মেলনে আওয়ামী লীগের কমিটি থেকে বাদ পড়েন তিনি। দীর্ঘ সাত বছর পরে আবারও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে জায়গা পান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ২৬(১) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেছেন।

২০১০ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মুখপত্র ‘উত্তরণ’-এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন নূহ-উল-আলম লেনিন।

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ