হোম > রাজনীতি

ঢাকা মহানগর, জবি, পলিটেকনিকসহ পাঁচ কলেজে ছাত্রদলের কমিটি

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা মহানগরের চারটি শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও পাঁচটি কলেজে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সহযোগী এ ছাত্র সংগঠনটি ভেরিফায়েড পেজে এসব কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি, ঢাকা পলিটেকনিক, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও তেজগাঁও কলেজের কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটি অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে শাখা ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে শামীম মাহমুদকে সভাপতি ও আব্দুর রহিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের দশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পূর্বে সভাপতি হয়েছেন মো. সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল হান্নান মজুমদার। এখানে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে মোহাম্মদ রবিন খানকে সভাপতি ও মো. আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

১৯ সদস্য বিশিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব সামসুল আরেফিন। এ ছাড়াও ১৮ জন যুগ্ম-আহ্বায়ক ও ৭ জনকে সদস্য করা হয়েছে। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন পিয়াল হাসান ও সদস্যসচিব মো. মিল্লাত হোসেন। এখানে ১৯ জনকে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিতুমীর কলেজে ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্যসচিব করে শাখা ছাত্রদলের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২ জন সদস্যের দায়িত্ব পালন করবেন। ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক ও নাজমুল হাসান সদস্যসচিব করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য রয়েছেন।

৩২ সদস্য বিশিষ্ট তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন তরুণ মোর্শেদ ও সদস্যসচিব হয়েছে মো: সেলিম হোসেন। অন্যদিকে মো. মোখলেসুর রহমানকে আহ্বায়ক ও ফয়সাল রেজাকে সদস্যসচিব করে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ২ সদস্যের কমিটি দিয়েছে ছাত্রদল। এতে মো. সাব্বির আহমেদকে সভাপতি ও মো. হাফিজ উদ্দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা