হোম > রাজনীতি

ছাত্র ফ্রন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে নাবিন-মারুফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাবিন আবতাহি ও মারুফ হাসান সাধারণ সম্পাদক। ছবি: সংগৃহীত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নাবিন আবতাহিকে সভাপতি এবং মারুফ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

কাউন্সিলের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট নেতা অরূপ দাশ শ্যাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা খাতে সংকট, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট-ট্যাক্স বাতিলের দাবি, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংকটের জন্য পুঁজিবাদী ব্যবস্থা এবং শাসনক্ষমতায় থাকা সরকারই দায়ী। তাঁরা শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে ছাত্রদের ভূমিকার কথা উল্লেখ করে ইতিহাসের বিভিন্ন আন্দোলনের উদাহরণ টানেন।

কাউন্সিলে হেমন্ত কুমার বর্মণকে সহসভাপতি, বেদৌরা বিনতে জিগার ইলহানাকে সাংগঠনিক সম্পাদক, লিয়াকত আলী লিটনকে দপ্তর সম্পাদক, ফাইয়াজ চৌধুরীকে প্রচার সম্পাদক, তারমিন আহমেদ তিশাকে অর্থ সম্পাদক, অনির্বাণ সাহাকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ও মনির রাফিকে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়াও কমিটিতে জাহাঙ্গীর আলম সম্রাট, মারুফ বিল্লা, রাব্বি খান তুহিন, শাহরিয়ার অনিক, কবিদ খান দীপ, নাজিফা হাফসা ও বিপুল ইসলাম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল