হোম > রাজনীতি

ছাত্র ফ্রন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে নাবিন-মারুফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাবিন আবতাহি ও মারুফ হাসান সাধারণ সম্পাদক। ছবি: সংগৃহীত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নাবিন আবতাহিকে সভাপতি এবং মারুফ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

কাউন্সিলের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট নেতা অরূপ দাশ শ্যাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা খাতে সংকট, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট-ট্যাক্স বাতিলের দাবি, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংকটের জন্য পুঁজিবাদী ব্যবস্থা এবং শাসনক্ষমতায় থাকা সরকারই দায়ী। তাঁরা শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে ছাত্রদের ভূমিকার কথা উল্লেখ করে ইতিহাসের বিভিন্ন আন্দোলনের উদাহরণ টানেন।

কাউন্সিলে হেমন্ত কুমার বর্মণকে সহসভাপতি, বেদৌরা বিনতে জিগার ইলহানাকে সাংগঠনিক সম্পাদক, লিয়াকত আলী লিটনকে দপ্তর সম্পাদক, ফাইয়াজ চৌধুরীকে প্রচার সম্পাদক, তারমিন আহমেদ তিশাকে অর্থ সম্পাদক, অনির্বাণ সাহাকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ও মনির রাফিকে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়াও কমিটিতে জাহাঙ্গীর আলম সম্রাট, মারুফ বিল্লা, রাব্বি খান তুহিন, শাহরিয়ার অনিক, কবিদ খান দীপ, নাজিফা হাফসা ও বিপুল ইসলাম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল

নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

নাগরিক শোকসভা: বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের নেত্রী

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

পোস্টাল ভোট বন্ধ করতে চাওয়া অশনিসংকেত: আসিফ মাহমুদ

খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল: এফ এম সিদ্দিকী