গণমানুষের মুক্তির লক্ষ্যে সকল বাম ধারার রাজনৈতিক সংগঠনগুলোকে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সংগঠন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতারা।
রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আজ শনিবার সকালে সংগঠনটির ১১ তম সম্মেলনে এই আহ্বান জানায় দলের নেতারা। সম্মেলনে অ্যাডভোকেট এনামুল হককে সভাপতি ও পরিতোষ দেবনাথকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাপের প্রবীণ নেতা অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘বর্তমান সমাজের বৈষম্য অবসানে, গরিব-দুঃখী মানুষের কল্যাণে, দেশের আর্থিক সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক উন্নয়নে সকল বামেদের কর্মসূচিভিত্তিক আন্দোলন সময়ের দাবি। ন্যাপের ১১ তম জাতীয় সম্মেলনের পক্ষ থেকে সকল বাম ধারার প্রতি গণমানুষের প্রকৃত মুক্তির লক্ষ্যে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’
এনামুল হক বলেন, ‘আজকের রাজনীতি রাজনীতিবিদদের হাতে নেই। পার্লামেন্টের ৬২ শতাংশ মেম্বার হচ্ছেন ব্যবসায়ী। আমরা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ ভিন্ন। বৈষম্য দূর করতে না পারলে উন্নয়নের জোয়ারে গরিব ও সাধারণ মানুষের কল্যাণ করা যাবে না। সুস্থ ও আদর্শিক রাজনীতির ধারা, সততা, গণতন্ত্রের চর্চা, সমতাভিত্তিক সমাজ গঠন ব্যতীত গণমানুষের কল্যাণ হয় না।’
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্যসচিব পরিতোষ দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীণ নেতা প্রিন্সিপাল রুহুল আমিন, অ্যাডভোকেট এম এ ওহাব, মোস্তাকুর রহমান ফুল মিয়া, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, এস কমরুন, নাসিমা হক রুবী প্রমুখ।