হোম > রাজনীতি

গভর্নর ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

আজকের পত্রিকা ডেস্ক­

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাইমাসহ বিএনপির প্রতিনিধিরা। ছবি: আজকের পত্রিকা

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির প্রতিনিধিরা। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিএনপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে ডেভিড বিসলি সম্পর্কে লেখা হয়, গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তাঁর নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম।

জানা গেছে, যুক্তরাজ্যের ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে ৫ ও ৬ ফেব্রুয়ারি ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছরই প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন করা হয়। আর এটি এমন একটি আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ পেয়ে থাকেন। এই অনুষ্ঠানে ভিন্নমতের রাজনীতিক, ধর্মীয় ব্যক্তিনির্বিশেষে সবাই একত্র হয়ে বিশ্বশান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন। এ বছরের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ১০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়।

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জমিয়ত নেতারা

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের