হোম > রাজনীতি

গণ-আন্দোলনে সরকার ভেসে যাবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের অন্যায়ের বোঝা এত বেশি হয়েছে যে, এর ভারেই সরকারের পতন অত্যাসন্ন। জনগণ আর বসে থাকবে না, গণ-আন্দোলনে ভেসে যাবে অবৈধ শাসকগোষ্ঠী।’ আজ বুধবার দুইটি পৃথক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

বিবৃতিতে মির্জা ফখরুল সারা দেশে দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেপ্তারের অভিযোগ এনেছেন। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের পাশাপাশি গ্রেপ্তার হওয়াদের মুক্তির দাবি জানান তিনি। 

এক বিবৃতিতে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ এবং দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবের ওপর সরকার দলের লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, ‘দেশজুড়েই চলছে সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডব। বিরোধী দলসহ ভিন্নমতের মানুষদের কণ্ঠরোধ করার জন্য সারা দেশে এরা গড়ে তুলেছে রক্তাক্ত সন্ত্রাসী পরিকাঠামো। এক ভীতিকর নৈরাজ্যের অন্ধকারে ডুবে গেছে দেশ।’ 

আরেক বিবৃতিতে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করাসহ দলীয় কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীও বর্তমান সরকারের দোসর হিসেবে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও গ্রেপ্তারে মাতোয়ারা হয়ে উঠেছে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতন অব্যাহত রেখেছে।’ 

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র: বিএনপি

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা

কিছু নির্দিষ্ট স্থানে হামলা নির্বাচন বানচালের চেষ্টা কি না, সন্দেহ সালাহউদ্দিনের

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জুমা

উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের