হোম > রাজনীতি

ভ্রান্ত সমাজতান্ত্রিক কাঠামো থেকে মুক্তবাজার অর্থনীতি আনেন জিয়াউর রহমান, বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

জিয়াউর রহমান ভ্রান্ত সমাজতান্ত্রিক কাঠামো থেকে মুক্তবাজার অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শফিউল বারী বাবু স্মৃতি সংসদ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কীভাবে ভোট দেয়, সেটা জনগণ বোঝে না। আর দেশের মানুষ সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন কী জিনিস, তা তো বোঝেই না। এদিকে আবার একদল বলে, পিআর ছাড়া নির্বাচনে যাবে না।

সংস্কার নিয়ে মহাসচিব বলেন, ‘আমরা পরিবর্তনের জন্য রাজনীতি করতে এসেছি। অনেকে বলে, বিএনপি সংস্কার চায় না। জিয়াউর রহমান সমস্ত অন্ধকার থেকে মুক্ত করে গেছেন। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বাক্‌স্বাধীনতা, অধিকার প্রতিষ্ঠাসহ বেশ কিছু রাজনৈতিক সংস্কার তিনি করে গেছেন। ভ্রান্ত সমাজতান্ত্রিক কাঠামো থেকে মুক্তবাজার অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করে গেছেন।’

নির্বাচন নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে সংস্কার ও জুলাই সনদ শেষ করুন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছিল, তাতে জাতি আশান্বিত হয়েছিল। লন্ডনে নির্বাচনের যে সময়ের কথা বলা হয়েছে, সেই অনুযায়ী নির্বাচন দিন। মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে দিন।’

মরহুম শফিউল বারী বাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাবু নিজের স্বার্থের জন্য রাজনীতি করেনি। দেশ, মানুষ ও দলের কথা চিন্তা করেই রাজনীতি করেছে। আমাদের বহু নেতা-কর্মীকে জেল, জুলুম, নির্যাতন ও অত্যাচার করা হয়েছে। কিন্তু কেউই স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ করিনি। তেমনই একজন ছিল এই বাবু। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অন্যতম বীর সেনানী এই শফিউল বাবু।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব, উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ শীর্ষস্থানীয় নেতারা।

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম