হোম > রাজনীতি

কারাবন্দি হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কারাগারে যাওয়া হেফাজত নেতাদের আপাতত আর নতুন করে রিমান্ড আবেদন করা হচ্ছে না। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হয়েছে। নাশকতায় সরাসরি জড়িত ও ইন্ধনদাতাদের তালিকা করা হয়েছে। তালিকা ধরে বাকিদের গ্রেপ্তার করা হবে বলে সোমবার বিকালে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।

নাশকতার মামলায় ডিবির হাতে গ্রেপ্তার হওয়া হেফাজতের ২৫ শীর্ষ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।

মাহবুব আলম বলেন, নাশকতার সাথে জড়িত নতুন আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছি। অর্থদাতা ও ইন্ধনদাতাসহ সরাসরি হামলায় জড়িতদের গ্রেপ্তারে কোনও ছাড় দেওয়া হবে না। জামায়াত থেকে যারা হেফাজতে এসেছে এবং জামায়াতের নেতৃত্বে থাকা যারা নাশকতায় ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তার করা হবে। তবে হেফাজতের নাশকতায় নেই, সরাসরি জামায়াত করে এমন নেতাদের আপাতত গ্রেপ্তারের সিদ্ধান্ত নেই।

নতুন করে হেফাজতের শীর্ষ নেতাদের রিমান্ড আবেদন না করার কারণ হিসাবে তিনি বলেন, হেফাজতের কিছু মামলা সিআইডিসহ অন্যান্য সংস্থায় হস্তান্তর করা হয়েছে। সিআইডি তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে। তাই নতুন করে ডিবি তাঁদের আপাতত রিমান্ডে আনবে না।

সিআইডি কর্মকর্তারা জানান, ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করছে সিআইডি। হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যারা সরাসরি জড়িত ছিলও, ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে যেসব হেফাজত নেতা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন তাঁদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

এর আগে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করা হবে। অপরাধের সঙ্গে জড়িতের গ্রেপ্তারের পাশাপাশি গ্রপ্তারকৃত হেফাজত নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় নিরীহ গ্রেপ্তারদের মুক্তি না দিলে বাড়বে ক্ষোভ: হেফাজত

হাতে-পায়ে শিকল পরিয়ে নির্বাচনে নয়, মুক্ত হয়ে এলাকায় যেতে চাই: আনিসুল ইসলাম