হোম > রাজনীতি

‘রান্নাঘর থেকে তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের সূচনা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রান্নাঘর থেকে আন্দোলনের সূচনা করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান দলটির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। 

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রান্নাঘর থেকে আন্দোলনের সূচনা করতে হবে। জনবিচ্ছিন্ন এই সরকারকে বুঝিয়ে দিতে হবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কতটা ভয়াবহ হতে পারে।’ 

সাবেক এই জামায়াত ও শিবির নেতা বলেন, ‘দেশের মানুষের কাছে আমি অভিনব প্রতিবাদের আহ্বান জানাচ্ছি। দেশের মা, বোন, ভাই, জনতার কাছে অনুরোধ করব, যত দিন পর্যন্ত সয়াবিন তেলের মূল্য কমানো হবে না, তত দিন পর্যন্ত চুলায় তেল ঢালার সময় ‘এই জালিম সরকারের পতন চাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে তেল ঢালবেন।’ 

তিনি বলেন, ‘এই শব্দটা উচ্চারণ করে আপনারা চুলায় তেল চাপাবেন। আর ভিডিও করে ফেসবুকে আপলোড দেবেন। এটাই আমাদের প্রতিবাদ।’ দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজপথে আসুন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলুন। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেই বিজয়ী হতে হবে।’ 

মানববন্ধনে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘গণতন্ত্রের অনুপস্থিতির কারণে মানুষ স্বৈরশাসনের যাতাকলে পিষ্ট। এত বড় জুলুমের পরও মানুষ রাজপথে আসতে পারেনি। তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রাজপথে আসতে হবে।’

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম

গুলশানের বাসভবনে পৌঁছেছেন তারেক রহমান

সবাইকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

এভারকেয়ার থেকে গুলশান বাসভবনের পথে তারেক রহমান

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

মঞ্চে আলিশান আসন ছেড়ে প্লাস্টিকের চেয়ারে তারেক রহমান