হোম > রাজনীতি

এখন বিএনপির হিসাব-নিকাশের সময় এসেছে: জাহিদ

রংপুর প্রতিনিধি

রংপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন না, দূরে ছিলেন; তাঁদের সদস্য করে নেওয়া হলেও নেতৃত্বে আনা যাবে না। এখন সময় এসেছে বিএনপির হিসাব-নিকাশের।

আজ বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এসব কথা বলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির হয়ে তাঁরাই নেতৃত্বে আসবেন, যাঁরা প্রতিকৃল অবস্থায় বিএনপি ছেড়ে যাননি। প্রতিকূল পরিস্থিতিতেও আন্দোলনে ও বিএনপিতে ছিলেন। বিগত ১৬ বছর ফ্যাসিস্টদের সঙ্গে থেকে সব ধরনের সুবিধা গ্রহণ করেছে, আবার ৫ আগস্টের পর বিএনপির পতাকাতলে এসে নতুন করে সুবিধা ভোগের চিন্তা করছে, তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা ও নবায়ন করা যাবে না।

বিএনপির এ নেতা বলেন, ‘এমন সদস্য নিতে হবে, যাকে দেখে মানুষের বুক গর্বে ভরে যায়। এমন কাউকে সদস্য করা যাবে না, যার জন্য মুখ লুকাতে হয়। যাচাই-বাছাই করে সদস্য সংগ্রহ করতে হবে। বিএনপির সদস্য সংগ্রহের ক্ষেত্রে ভাই গ্রুপ কিংবা অমুক-তমুক গ্রুপ দেখে নয়, সমাজ যাকে সম্মান করে, সমাজ যাকে সমীহ করে, তাকেই জিয়াউর রহমানের গড়া বিএনপিতে সদস্য হিসেবে উৎসাহিত করতে হবে। সাবেক শিক্ষক, শিক্ষিকাসহ অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিএনপির সদস্য হতে উৎসাহিত করতে হবে আমাদের।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘১৯৪৭ ও ৭১-কে ভোলা যাবে না, তেমনি ১৯৭৫-এর ৭ নভেম্বর ভোলা যাবে না। সেই সঙ্গে ১৯৯০ ভোলা যাবে না, ৯০ ভুললে স্বৈরাচার আবার মাথাচাড়া দেবে। তেমনি ২০২৪-এর জুলাই-আগস্ট যদি মনে না রাখি, তাহলে আবারও কর্তৃত্ববাদী শাসন আমাদের মাঝে ফিরে আসবে।’  

বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।

বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু। সঞ্চালনা করেন রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

জামায়াতের আমিরের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, শুল্ক ও বিনিয়োগ নিয়ে আলোচনা

জামায়াতসহ ১১ দলীয় জোট: অসন্তোষ রেখেই সমঝোতা

আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা

সংবাদ সম্মেলনেও আসছে না ইসলামী আন্দোলন, জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট

জাইমা রহমানের নামে ৫০টির বেশি ভুয়া আইডি রিমুভ করেছে মেটা: মাহদী আমিন

ড. ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান