হোম > রাজনীতি

সরকারপতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: গয়েশ্বর

খুলনা প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সরকারের পতনের জন্য রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলন ছাড়া এই সরকারের পতন সম্ভব নয়।

আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের শহিদ শেখ আবু নাসের (ব্যাংকুয়েট) হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আইনজীবী নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক  আমির এজাজ খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, ‘সরকারে ভয়ে কাঁপছে। সরকার দুর্বল হয়ে পড়েছে। এখন প্রয়োজন দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে রাজপথে তীব্র গণ-আন্দোলন। আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটিয়ে তবে ঘরে ফিরতে হবে।’

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম