হোম > রাজনীতি

সার্চ কমিটি করে জনগণকে বোকা বানানো হচ্ছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করে জনগণকে বোকা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বই ‘স্মৃতির অ্যালবাম’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন দিয়ে কাজ হবে না, যদি না নির্বাচনকালীন সরকার পরিবর্তন হয়, নির্দলীয় না থাকে। আজকে তারা (সরকার) সার্চ কমিটি করে জনগণকে বোকা বানিয়ে নির্বাচন কমিশন করে আবারও ২০১৪, ২০১৮-এর মতো নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। 

আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, ‘এই দেশে এখন দুর্নীতি ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটার সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার। সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের ফোনালাপের কথোপকথনের মধ্যে দুর্নীতির চিত্র উঠে এসেছে। সেখানে বিচারকদের নামও উঠে এসেছে। এর সঙ্গে সম্পৃক্ত যাঁর নাম উঠে এসেছে, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর পুত্র। এ ঘটনা থেকে বোঝা যায়, দেশে দুর্নীতি হচ্ছে এবং সেটা সরকারের উচ্চমহল থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। এখন বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করছেন উপাচার্যরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা দুর্নীতি করছেন। মেডিকেল কলেজগুলোতে দুর্নীতি করা হচ্ছে। এমন একটা জায়গা নাই, যেখানে দুর্নীতি করা হচ্ছে না।’

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু