হোম > রাজনীতি

জঙ্গি সংশ্লিষ্টতায় জামায়াত আমিরকে গ্রেপ্তার দেখাল সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্যদের অর্থ সহযোগিতা করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ি থানার একটি পুরোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। 

আজ মঙ্গলবার বিকেলে মিন্টো রোডে সাংবাদিকদের তিনি বলেন, ‘গত ৯ নভেম্বর তাঁর ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে জঙ্গি সংগঠন জামাআতুল আনসারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট অঞ্চল থেকে ১১ জন তরুণ নিয়ে বান্দরবানে কুকি চিনের ক্যাম্পে হিজরত করেছিলেন। সেখানে তাঁরা প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে গত মাসে দুটি মাইক্রোবাসে করে চট্টগ্রাম থেকে একটি গ্রুপ সিলেট অপর গ্রুপ ঢাকায় ফিরে আসে। এই হিজরতে যাওয়া এবং ফিরে আসার বিষয়ে জানতেন জামায়াত আমির শফিকুর রহমান। তিনি তাঁদের অর্থ সহযোগিতা করেছেন।’

জামায়াতের আর কোনো নেতার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘জামায়াতের আমিরের ছেলে সরাসরি জামাআতুল আনসারের সঙ্গে জড়িত। তিনি নিজে অর্থ সহযোগিতা করেছেন। আমরা আরও আঞ্চলিক জামায়াত নেতাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পেয়েছি। তাঁদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ 

উল্লেখ্য, যাত্রাবাড়ি থানার যে মামলায় শফিকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে ওই মামলায় তাঁর ছেলে রাফাতও আসামি। 

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর