ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরের প্রতিবাদ ও প্রশাসনের গুলিতে নিহতদের বিচারের দাবিতে হেফাজতের ডাকা হরতালে অচল হয়ে পড়েছে সরাইল।
রোববার ভোর থেকেই সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে গাছের ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে হরতাল সমর্থনকারীরা। কোন ধরনের যানবাহন চোখে পড়েনি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়, কুট্রাপাড়া ও শাহবাজপুর এলাকায়।
মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আলেম ওলামা মাদরাসার ছাত্ররা অবস্থান নিয়েছেন। হরতাল সমর্থনকারীদের হাতে রয়েছে লাঠি ও কাঠের টুকরা। বন্ধ রয়েছে সরাইল সদরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা যায়, এ সড়কে কোন যানবাহন চলছে না। সরাইল হাসপাতাল মোড় এলাকায় নেতৃত্ব দিচ্ছেন উচালিয়াপাড়া মাদরাসার খতিব মাওলানা মো. জহিরূল ইসলাম, মাওলানা মাঈনুল ইসলাম ও বিকাল বাজার হাটখোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমান উল্লাহ।
সরাইল-নাসিরনগর সড়কের কালিকচ্ছ থেকে সরাইলের উচালিয়া পাড়া মাদরাসা পর্যন্ত শতাধিক গাছের গোল ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছেন হরতালকারীরা।
তবে সকাল ৯টা পর্যন্ত সরাইল হাসপাতাল মোড় বা আশপাশের এলাকায় প্রশাসনের কোন সদস্য চোখে পড়েনি। সকাল সাড়ে ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল মোড় থেকে সরাইল সদরের দিকে প্রবেশ করে। মিছিলে অংশগ্রহনকারীদের হাতে ছিল লাঠিসোটা ও দা।