হোম > রাজনীতি

টিউলিপের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ মানুষ মেনে নেবে না: হান্নান মাসউদ

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ার কমলার দীঘি নদীভাঙন এলাকায় এনসিপি নেতা হান্নান মাসউদ। ছবি: আজকের পত্রিকা

ছাত্র-জনতার খুনের সঙ্গে জড়িত টিউলিপ সিদ্দিকের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলে তা ’২৪-এর গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

আজ সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলার দীঘি নদীভাঙন এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, টিউলিপ সিদ্দিক রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তির নামে এ দেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন। তাঁর সরাসরি ইন্ধনে ’২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। সেই টিউলিপ সিদ্দিকের সঙ্গে যদি ড. মুহাম্মদ ইউনূস দেখা করেন, তা কখনো এ দেশের মানুষ মেনে নেবে না।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, একটি পক্ষ তার আগেই নির্বাচন চায়। তারা পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের মতো খাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। আগে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না।’

এর আগে হাতিয়ার নদীভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলানোর কাজের উদ্বোধন করেন আবদুল হান্নান মাসউদ। এ উপলক্ষে হাতিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এ গনী বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছুদ্দিন তিব্রীজ, চরঈশ্বর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকবর হোসেন, রাজ্জাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা আজমির হোসেন প্রমুখ।

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’