হোম > রাজনীতি

টিউলিপের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ মানুষ মেনে নেবে না: হান্নান মাসউদ

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ার কমলার দীঘি নদীভাঙন এলাকায় এনসিপি নেতা হান্নান মাসউদ। ছবি: আজকের পত্রিকা

ছাত্র-জনতার খুনের সঙ্গে জড়িত টিউলিপ সিদ্দিকের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলে তা ’২৪-এর গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

আজ সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলার দীঘি নদীভাঙন এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, টিউলিপ সিদ্দিক রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তির নামে এ দেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন। তাঁর সরাসরি ইন্ধনে ’২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। সেই টিউলিপ সিদ্দিকের সঙ্গে যদি ড. মুহাম্মদ ইউনূস দেখা করেন, তা কখনো এ দেশের মানুষ মেনে নেবে না।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, একটি পক্ষ তার আগেই নির্বাচন চায়। তারা পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের মতো খাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। আগে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না।’

এর আগে হাতিয়ার নদীভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলানোর কাজের উদ্বোধন করেন আবদুল হান্নান মাসউদ। এ উপলক্ষে হাতিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এ গনী বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছুদ্দিন তিব্রীজ, চরঈশ্বর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকবর হোসেন, রাজ্জাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা আজমির হোসেন প্রমুখ।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা