আজ শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। আজ সন্ধ্যায় খালেদা জিয়ার হাসপাতাল ছাড়ার কথা রয়েছে বলে জানান তিনি।
হার্টের সমস্যা নিয়ে গত ১১ জুন থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। হাসপাতালে ভর্তির পর এনজিওগ্রাম করলে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরই মধ্যে রিং পড়িয়ে একটি ব্লক অপসারণ করা হয়েছে।
করোনায় আক্রান্ত হওয়ার পর গত বছরের এপ্রিলে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। এরপর কয়েক দফায় হাসপাতাল-বাড়ি করতে হয়েছে তাঁকে। গত ১ ফেব্রুয়ারি ৮১ দিন হাসপাতালে থেকে বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন।
দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত পাঁচবার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের অনুমতি চেয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার আবেদন করা হয়েছে। অন্যদিকে তাঁর মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। সমাজের বিশিষ্টজনদের অনেকেও এই দাবি জানিয়েছেন। তবে এসবে কোনো সাঁড়া দেয়নি সরকার।