হোম > রাজনীতি

জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর সন্দেহকে 'অসার বাচালতা' বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্দেহের কড়া জবাব দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাল্টা জবাবে জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে 'অসার বাচালতা' হিসেবে আখ্যা দিলেন তিনি। 

শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিন) আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, 'জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোনো ইতিহাস নেই।  অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেন নাই। দায়িত্ব দেওয়া হয়েছিল বলে নেতৃত্বে ছিল। কিন্তু যুদ্ধ লাগলেই দূরে থাকতেন।' 

এর জবাবে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রিজভী বলেন, 'জিয়াউর রহমানকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। বলা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কীনা তার কোনো প্রমাণ নেই। এটা অসার বাচালতা। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহন করেননি, বাংলাদেশে অবস্থান করেছেন, যারা ঢাকায় অবস্থান করেছেন, পাকিস্তান সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সন্তান প্রসব হয়েছে, তারাই আজকে বরেণ্য মুক্তিযোদ্ধা (জিয়া) সম্পর্কে এ ধরনের কথা বলছে।' 

রিজভী বলেন, কবি নজরুলের লেখনী অন্ধকারে জেগে ওঠার প্রেরণা। এই প্রেরণা নিয়ে আমরা অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করব। সৃষ্টি সুখের উল্লাসে অরাজকতা দুর করে সূর্যের আলো নিয়ে বাংলাদেশকে ভরিয়ে তুলবে জাতীয়তাবাদী শক্তি।

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় নিরীহ গ্রেপ্তারদের মুক্তি না দিলে বাড়বে ক্ষোভ: হেফাজত

হাতে-পায়ে শিকল পরিয়ে নির্বাচনে নয়, মুক্ত হয়ে এলাকায় যেতে চাই: আনিসুল ইসলাম

ভিড়ের মধ্যে ঠেলাঠেলির ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিলেন ইশরাক

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে: মির্জা ফখরুল

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

জমিয়তে উলামাকে যে ৪টি আসন ছেড়ে দিল বিএনপি

দাদু খালেদা জিয়াকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট