হোম > রাজনীতি

মুরাদকে গ্রেপ্তারের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গ্রেপ্তার ও তাঁর বিচার দাবি করেছে বিএনপি। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানান। 

রিজভী বলেন, এই ব্যক্তির (মুরাদ হাসান) রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন, সে জন্য তাঁকে রাজনীতি করার অযোগ্য ঘোষণা করতে হবে। তাঁকে সকল পর্যায় থেকেই সরিয়ে দিতে হবে এবং প্রচলিত আইনে তাঁর বিচার করতে হবে। 

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘অবৈধ সরকারে মন্ত্রিত্বের সুযোগ নিয়ে প্রতিদিন বিএনপি তথা জিয়া পরিবারের বিরুদ্ধে খিস্তিখেউড় করাই ছিল তাঁর একমাত্র কাজ। খিস্তিখেউড়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ তার সিনিয়রদের অতিক্রম করে দিনে দিনে দুর্বিনীত হয়ে উঠেছিলেন। ভব্যতা সভ্যতার সকল সীমা অতিক্রম করে মুরাদ জনগণের সামনে দানবের মতো আবির্ভূত হয়েছেন।’ 

তিনি বলেন, ‘ওপর মহল থেকে আশকারা পেয়ে অসুস্থ মানসিকতার একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহারে সে যে বিকারগ্রস্ত হয়ে যেতে পারে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ সেটির একটি প্রমাণ।’ 

এদিকে গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় মুরাদ হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদ থেকে অপসারণ ও প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে বিএনপির সর্বোচ্চ এই ফোরাম।

৭ আসনে এনসিপির প্রতিপক্ষ জামায়াত, খেলাফত প্রার্থীরাও

ভোটারের প্রত্যাশা বেশি, প্রার্থীর প্রতিশ্রুতি কম নয়

শাহজালালের মাজারে তারেক রহমান, বিএনপির নির্বাচনী প্রচার শুরু

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় মেনন-মানিক গ্রেপ্তার

উত্তরবঙ্গে ৮ জেলায় সফরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

পাইকারিভাবে দায়মুক্তি দিলে হবে না, প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে: আনু মুহাম্মদ

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন বিজেপিসহ ৫ দলের নেতারা

তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচার