বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (১২ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে জানান, রাত ১টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি হাসপাতালে পৌঁছায়। এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে জানান, খালেদা জিয়া শরীর কিছুটা খারাপ বোধ করায় রাতেই তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। রাত ১টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের দিকে রওনা হয়।