হোম > রাজনীতি

জনগণ ঐক্যবদ্ধ হলেই সরকার বিভ্রান্তি সৃষ্টি করে: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনগণ ঐক্যবদ্ধ হলে ক্ষমতাসীনেরা বিভিন্ন ইস্যু তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন, ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলন জোরদার করুন’ শিরোনামে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গণতন্ত্র মঞ্চ নামে একটি সংগঠন সমাবেশটির আয়োজন করে। 

সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে নুরুল হক বলেন, ‘আজ আওয়ামী লীগ পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে। কোমলমতি শিশু-কিশোরদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। অর্থনৈতিক অবস্থার কথা বলুন বা ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলুন, আমাদের মূল ফোকাস সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। আমরা যেন সেই ফোকাস থেকে দূরে সরে না যাই। কারণ এ ধরনের সরকারগুলোর বৈশিষ্ট্য হলো, যখন তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়, তখন তারা জনগণের দৃষ্টি অন্যদিকে প্রভাবিত করার জন্য নানা ধরনের ইস্যু তৈরি করে।’

বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে একটা বিকল্প সরকার গঠনের উদ্দেশ্যে এই গণতন্ত্র মঞ্চের জন্ম হয়েছে বলে নুরুল হক বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ৩০ বছর ধরে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁদের বিকল্প হিসেবে দেশ ও মানুষকে নতুন ধারার দিকে অগ্রসর করতে পারে সেটি হলো গণতন্ত্র মঞ্চ। এখন গণতন্ত্র মঞ্চকে আরও কীভাবে বিকশিত করা যায়, পাড়া-মহল্লায় ও জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়া যায়, সেই রোডম্যাপ তৈরি করে আমাদের এগিয়ে যেতে হবে।’

আগামী সপ্তাহে আন্দোলন করে পরের সপ্তাহে নতুন সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নাকি ২৪ সালের নির্বাচনের কথা বলেন। তার মানে কি ২৪ সাল পর্যন্ত সরকারকে বৈধতা দিতে চান? আমরা যদি পারি আগামী সপ্তাহে আন্দোলন করে পরের সপ্তাহে সরকারকে পদত্যাগ করাব। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে আগামীকালই হটিয়ে দেওয়া। তাদের বেশি সময় দেওয়া যাবে না।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপণ প্রমুখ।

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু