হোম > রাজনীতি

জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনার দাবি লেবার পার্টির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘আমরা বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। শুধু দলটি নয়, তাদের দোসর জাতীয় পার্টি সমানভাবে দোষী। ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন সম্ভব হয়েছে জাতীয় পার্টিসহ আরও কিছু দোসর সঙ্গে থাকার কারণে। যে দোষে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি, একই দাবিতে জাতীয় পার্টিসহ দোসরদের বিচারের আওতায় আনার জন্য বলেছি।’

আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন লেবার পার্টির এ নেতা।

আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করার কোনো অধিকার নেই দাবি করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘নাৎসি পার্টির যেমন রাজনীতি করার অধিকার নেই, আওয়ামী লীগেরও তেমন অধিকার নেই।’

শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসানোর জন্য বিভিন্নভাবে উদ্যোগ নেওয়ার দৃষ্টান্ত দেখা যাচ্ছে দাবি করে মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ‘এটা রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিস্থিতি।’

১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭টি প্রস্তাবে লেবার পার্টি একমত প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ‘আমরা একমত নই ৭ টির সঙ্গে, ১২টি প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত হয়েছি।’ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা সংবিধান সংস্কারের ৭০টি প্রস্তাবের ৪০টি নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে করার জন্য বলেছি। আর নির্বাচনের পরে ৩০টি সাংবিধানিক সংসদের মাধ্যমে করার জন্য বলেছি। জনপ্রশাসনের ২৬ টির মধ্যে ২২টি অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের পরে দুটি। নির্বাচন কমিশনের ২৭টি প্রস্তাবের ২১টি অধ্যাদেশের মাধ্যমে, তিনটি নির্বাচিত সরকার। বিচার বিভাগের ২৩টি প্রস্তাবের মধ্যে ১৫টি প্রস্তাব অধ্যাদেশ,৮টি নির্বাচনের পরে। দুর্নীতি দমনের ক্ষেত্রে ২০ টির মধ্যে ১৮টি নির্বাচনের আগে, অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের পরে দুটো পাস করার কথা বলেছি।’

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা