হোম > রাজনীতি

স্বীকৃতি চেয়ে ইসিতে চিঠি দিল করিম-সেলিমের এলডিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মূল অংশ হিসেবে স্বীকৃতি দিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবের কাছে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে ইসি-সংক্রান্ত যাবতীয় বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়। 

শাহাদাত হোসেন সেলিমের সই করা চিঠিতে বলা হয়, এলডিপি বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। দলের চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে এলডিপি। সাবেক সংসদ সদস্য আবদুল করিম আব্বাসীর নেতৃত্বে এ কমিটি হয়। পরে ২০১৯ সালের ১২ ডিসেম্বর বর্ধিত সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০ সালের ৪ জানুয়ারি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলন করে এলডিপি। সম্মেলনে আবদুল করিম আব্বাসী সভাপতি ও শাহাদাত হোসেন সেলিম মহাসচিব নির্বাচিত হন। পরে এলডিপির পূর্ণাঙ্গ কমিটি হয়। 

চিঠিতে আরও বলা হয়, ‘এলডিপি নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। দলের মূলস্রোত ও নেতা-কর্মী, অনুসারী আব্বাসী ও সেলিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ অবস্থায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মূল অংশ হিসেবে আমাদের সঙ্গে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানাই। একই সঙ্গে নেতা-কর্মীদের রাজনৈতিক আদর্শের প্রতি সম্মান ও মর্যাদা রেখে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন এলডিপিকে স্বমর্যাদায় স্বীকৃতি দেওয়ার জোর আহ্বান জানাই।’ 

এ প্রসঙ্গে জানতে চাইলে এলডিপি মহাসচিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বীকৃতি পাওয়ার জন্য ইসির কাছে আবেদন জানিয়েছি। ইসি বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবে বলে প্রত্যাশা করছি।’ 

এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের মহাসচিব রেদোয়ান আহমদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে কর্নেল অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি। ওই সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কর্নেল অলিকে এক কাতারে চলার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই। তাই আমাদের এমন কিছু করা চলবে না, যাতে আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। আমাদের একটাই শর্ত, এই সরকারের পতন। সরকারের পতনের পর যদি কোনো দর-কষাকষি থাকে, সেটা দেখা যাবে। কিন্তু আমাদের সরকার পতনের আন্দোলনে এক থাকতে হবে।’ 

গয়েশ্বরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে শাহাদাত হোসেন সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘কর্নেল অলি যে লাইনচ্যুত, তিনি ও তাঁর দল যে ২০ দলীয় জোটে নাই, গয়েশ্বর রায়ের বক্তব্যেই তা প্রমাণিত হয়েছে।’ 

শেখ হাসিনার দুঃশাসনে চরম সংকটে খালেদা জিয়ার জীবন: তারেক রহমান

২৪-এর অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল: নাহিদ ইসলাম

সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক: নাহিদ ইসলাম

শরিকদের সঙ্গে আলোচনা ছাড়াই বিএনপির প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ১২ দলীয় জোট

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে