হোম > রাজনীতি

‘বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা এখন অনেক উন্নত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুধু আওয়ামী লীগ নয়, সাধারণ ডাক্তারদের যে হয়রানি করা হতো, সেটা রুখে দাঁড়াতেই স্বাচিপ প্রতিষ্ঠা করা হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই এই সংগঠনটি জনপ্রিয়তা লাভ করেছে বলে মন্তব্য করেছেন শেখ ফজলুল করিম সেলিম। 

আজ সোমবার বেলা ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সেলিম। 

স্বাচিপের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। 

ডাক্তার, নার্স ও রোগীদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে স্বাস্থ্যনীতি করা হয়েছে উল্লেখ করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘আমাদের ওষুধশিল্প বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে পারত না। কিন্তু যে ওষুধগুলো আমরা নিজেরা উৎপাদন করতাম সেগুলো বিদেশ থেকে আমদানি করা বন্ধ করে দেওয়াতে আমাদের ওষুধশিল্প মারাত্মকভাবে উন্নতি সাধন করল। মেডিকেল যন্ত্রপাতির ওপর ট্যাক্স উঠিয়ে দেওয়ার ফলে আমাদের দেশে এই শিল্পের আরও প্রসার ঘটল। দেশের প্রয়োজন মিটিয়ে আমাদের ওষুধ বিদেশে রপ্তানি হচ্ছে।’ 

খালেদা জিয়াকে বিদেশে পাঠানো মামাবাড়ির আবদার উল্লেখ করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘কেন বিদেশে পাঠাতে হবে? একজন কয়েদিকে পাঠালে বাকিদের পাঠাতে হবে না? কোন দেশে নমুনা আছে যে বিদেশে পাঠাতে হবে। বাংলাদেশে এখন অত্যন্ত উন্নত মানের চিকিৎসা আছে। ভারতও বলে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা অনেক উন্নত। বিএনপি বিদেশে যেতে চায় ষড়যন্ত্র করার জন্য।’ 

বিএনপি, জামায়াত, মুসলিম লীগকে স্বাধীনতাবিরোধী শক্তি উল্লেখ করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘তারা ঐক্যবদ্ধভাবে এ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। তাদের উদ্দেশে একটা কথাই বলব, এটা কিন্তু ’৭৫ না, এটা ২০২২।’ 

স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। তিনি বলেন, ‘স্বাচিপ মুজিব আদর্শের একটি সংগঠন। অতীতে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের ক্রান্তিকালে অবদান রেখেছি ও কর্মকাণ্ড করেছি, সেটা যেন আমরা অব্যাহত রাখতে পারি স্বাচিপের সব সদস্যের প্রতি আমি এই আহ্বান জানাই।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নেতা-কর্মীসহ সকলকে আমরা বলতে চাই, আপনারা আর দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন না। আমাদের বঙ্গবন্ধু মেডিকেলে আসুন। আমরা আপনার চিকিৎসা সুনিশ্চিত করব।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল, স্বাচিপের সহসভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ড. আব্দুর রউফ সরদার প্রমুখ।

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম