হোম > রাজনীতি

দুই অভিযোগ নিয়ে দুদকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) শরণাপন্ন হয়েছে বিএনপির প্রতিনিধি দল। আজ সোমবার দুপুরে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি দল সংস্থাটিতে আসেন। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের ভাইরাল হওয়া কল রেকর্ডে স্পষ্টভাবে দুর্নীতি প্রমাণ হয়েছে দাবি করে দুদকে অভিযোগ জানায় বিএনপি। এ ছাড়া ফরিদপুর ৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ভাই গ্রেপ্তার মোহতেশাম হোসেন বাবর ইস্যুতে দুদকের সম্পৃক্ততা চেয়েছে বিএনপি। 

সাংবাদিকদের কাছে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আইনমন্ত্রী ও সালমান এফ রহমানের কথোপকথনে সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতি হয়েছে বলে প্রমাণ হয়েছে। যা ইতিমধ্যে সবাই শুনেছেন। আমরা দুদককে তদন্ত করার জন্য কিছু ডকুমেন্টস ও একটি পেনড্রাইভ দিয়েছি। আমাদের অপর আবেদন হলো, এহতেশাম হোসেন বাবর ইস্যুতে যেন দুদক সম্পৃক্ত হয়। অনেক সময় মামলা গতি হারায় আবার গতি বাড়ে। তাই দুদক যেন বিষয়টি দেখে।’

দুদক সচিবের কাছে অভিযোগ জমা দিয়ে বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দুদক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হলেও ডেপুটিশনে আসা কর্মকর্তাদের কারণে অনেক তদন্ত থমকে যাচ্ছে। অনেক তদন্ত হচ্ছেই না। যেমন বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকে কিছুই করা যাচ্ছে না।’
 
এর আগে বেলা পৌনে একটায় দুদক কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল প্রবেশ করে।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ