হোম > রাজনীতি

বিদেশে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাজনীতির জন্য অশনিসংকেত: এনসিপি নেতা আদীব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিদেশে একটি দল বা ব্যক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাজনীতির জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ‘বিদেশে বসে শুধুমাত্র একটি দল বা ব্যক্তির সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাজনীতির জন্য একটি অশনিসংকেত।’

আজ শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।

এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজকের পত্রিকা বলেন, দেশে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। তারা সকল রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে বসছে। সেই জায়গা থেকে দেশের বাইরে গিয়ে বিদেশে বসে শুধু একটি দল বা ব্যক্তির সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাজনীতির জন্য একটি অশনিসংকেত।

আরিফুল ইসলাম আদীব আরও বলেন, ‘আমরা আগেও দেখেছি, এক ব্যক্তি বিভিন্ন বিষয়ে এককভাবে সিদ্ধান্ত দিত, এটা অনেকটা তেমন। আমাদের দাবি থাকবে, যেহেতু জাতীয় কমিশন আছে, তারা সকল রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডার, বিভিন্ন শ্রেণি-পেশার এবং শহীদ পরিবারের মতামত নিয়ে যেন এটা হয়।’

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, রাষ্ট্রের কাঠামোগত জায়গায় মৌলিক সংস্কার এবং বিচার সম্পন্ন করে নির্বাচন যেকোনো মাসে হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং তার সক্ষমতা যাচাইয়ের জন্য স্থানীয় নির্বাচন হতে পারে।

নাগরিক পার্টির এই নেতা বলেন, দেশের সিদ্ধান্ত দেশে বসে নেওয়া উচিত। এক ব্যক্তি, এক দলনির্ভর এমন আলোচনা জাতি হিসেবে আমাদের ব্যথিত করে।

তফসিলের পরপরই হাদিকে গুলি অশনিসংকেত: আসিফ মাহমুদ

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার জায়গা নেই—হাদি গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুল

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

মির্জা ফখরুলের সঙ্গে মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের বৈঠক

ভোটযুদ্ধে নেমে পড়ার আহ্বান তারেকের

অন্যরা মসজিদে গিয়ে কথা বলতে পারলে আপনারা কেন পারবেন না: তারেক রহমান

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা দিলেন সেই মুনতাসির

৮ দল সংঘাত চায় না, নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করা হবে: গোলাম পরওয়ার

কোন দলে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ, আলোচনায় গণঅধিকার

তফসিলে শুভেচ্ছা জানালেও নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা নিয়ে প্রশ্ন পাটওয়ারীর