হোম > রাজনীতি

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

আজ রোববার রাজধানীর লেক শোর হোটেলে ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ‘বারবার বলার পরেও জেনেশুনে একটা মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে, এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা তাঁকে (খালেদা জিয়া) বিদেশে যেতে দিচ্ছে না, তাঁরা ইতিহাসে অপরাধীর মতো থাকবে।’ 

মির্জা আব্বাস আরও বলেন, ‘যার সম্পর্কে কথা বলছি, তিনি (খালেদা জিয়া) কিন্তু আমাদের মাঝে এখানে নাই। তাঁকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, তাঁকে কথা বলতে দেওয়া হয় না।’ 

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বাংলাদেশের ডাক্তারেরা আশা ছেড়ে দিয়েছেন জানিয়ে আব্বাস বলেন, ‘তাঁকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার।’ এদিকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যখন সুযোগ আসবে তাঁদের বিচার হবে।’ 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে এ দেশের স্বাধীনতা থাকবে না।’ 

সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: হার লাইভ, হার স্টোরি’-এর বাংলা সংস্করণ ‘খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ করেছে ইতি প্রকাশনা। শাহরিয়ার সুলতান ইংরেজি এই গ্রন্থটি অনুবাদ করেন। প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ অংশ নেন। অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ