হোম > রাজনীতি

এবি পার্টির জাতীয় কাউন্সিল ২৮ ডিসেম্বর

আজকের পত্রিকা ডেস্ক­

সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা। ছবি: আজকের পত্রিকা

২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিল অধিবেশন এবং ২৪ ও ২৫ ডিসেম্বর পার্টির চেয়ারম্যান নির্বাচনের তারিখসহ কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

রাজধানীর বিজয়নগরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রোববার এই ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ২০২০ সালে দলটির যাত্রা শুরু হলেও ফ্যাসিবাদী সরকারের নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে দলটির কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।’

পার্টির অন্যতম উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘পতিত স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেশের প্রয়োজনে কাউন্সিল করার সুযোগ পাইনি। স্বৈরাচার পতনের পর এখন একটু সুষ্ঠু, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে আমরা একটি কাউন্সিলের মাধ্যমে পার্টির যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবে ইনশা আল্লাহ।’

নির্বাচনী তফসিল ঘোষণা করে ব্যারিস্টার যোবায়ের জানান, ৭ থেকে ১২ ডিসেম্বর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৪-২৫ ডিসেম্বর ভোট গ্রহণ এবং ২৮ ডিসেম্বর ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে।

ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের (এনইসি) নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, ৫-১০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ১১-১২ ডিসেম্বর যাচাই বাছাই, ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৪ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৯-২০ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২১ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। সাধারণ সম্পাদক নির্বাচনের সিডিউল ঘোষণা করে তিনি বলেন, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২৪ ডিসেম্বর প্রত্যাহার, ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, অভ্যন্তরীণ নির্বাচন পরিচলনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও অন্যতম নির্বাচন কমিশনার বিচারপতি আকতারুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা