হোম > রাজনীতি

সরকারের পতনের কথা ১২ বছর ধরে বলছে বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে না। কারণ, যাঁরা গণবিরোধী রাজনীতি করেন, জনগণ তাঁদের পাশে থাকে না।’ 

আজ শনিবার মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে হাছান মাহমুদ বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের আন্দোলন নিয়ে বক্তব্যের জবাবে এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিগত সময়ে বিএনপি আন্দোলনের যে হুমকি দিয়েছিল, বর্তমানে সেটার ধারাবাহিকতা ছাড়া কিছু নয়। বিএনপি নেতৃবৃন্দ ঈদের পরে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন—এটা অন্তত ১২ বছর ধরে বলে আসছেন। ২০০৯ সালে সরকার গঠন করার এক বছর পর থেকে এই ঈদের পরে, এই শীতের পরে, এই বর্ষার পরে, পরীক্ষার পরে—এ রকম বহু হুমকি শুনে আসছি। খালি কলসি যে বেশি বাজে, তাঁদের এই হুমকিগুলোও ঠিক সে রকম। মানুষ তাঁদের এই হুমকি শুনে হাস্যরস করে।’ 

সরকারবিরোধী জাতীয় ঐক্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) ২০১৮ সালের নির্বাচনের আগে ডান-বাম, অতি বাম—সবার সন্নিবেশ ঘটানোর চেষ্টা করেছিল; কিন্তু সেই ঐক্য করে কোনো লাভ হয়নি। সেটি একেবারে ফানুসের মতো নিভে গেছে। কারণ, উন্নয়নের ফলে দেশের মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আছে, ১৪ দলীয় জোটের সঙ্গে আছে।’ 

বাংলাদেশের গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে যাওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যদি গণবিরোধী রাজনীতি না করত, জ্বালাও-পোড়াও না করত, হরতাল-অবরোধের মাধ্যমে জনগণকে অবরুদ্ধ করার রাজনীতি না করত, গণতন্ত্র সূচকে আমরা আরও বহু ধাপ এগিয়ে যেতে পারতাম।’

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা