হোম > রাজনীতি

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের আইনে পরিবর্তন চায় গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। ছবি: সংগৃহীত

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিদ্যমান আইনে পরিবর্তন আনার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের নবম দিনের সংলাপ শেষে এ কথা বলেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

শাকিল উজ্জামান বলেন, মামলার জট কমানো ও বিচারপ্রার্থীদের বিচারপ্রক্রিয়া সহজলভ্য করার লক্ষ্যে গণঅধিকার পরিষদ রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানাচ্ছে।

শাকিল উল্লেখ করেন, পঞ্চগড়ের মতো দূরবর্তী এলাকার একজন অসহায় মানুষের পক্ষে ঢাকায় এসে মামলা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ গঠিত হলে মামলার জট কমবে।

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক বলেন, জনগণ যেন সহজেই আইনের মাধ্যমে বিচার পান, তার জন্য রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের কোনো বিকল্প নেই।

শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ মনে করে, বিগত সময়ে ক্ষমতাসীন সরকারগুলো রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার করেছে। একই অপরাধীকে একাধিকবার ক্ষমা প্রদর্শনের ঘটনাও দেখা গেছে, যা দেশের আইনের শাসনের ধারণাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

শাকিল আরও বলেন, এই প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদ প্রস্তাব করেছে যে, ক্ষমা প্রদর্শন-সংক্রান্ত একটি বোর্ড অথবা কমিটি আইনের মাধ্যমে গঠন করা হোক। এই বোর্ড বা কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন, যা রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধে সহায়ক হবে বলে মনে করে দলটি।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান

দুর্নীতি দমন, নারীর অধিকারে গুরুত্ব জামায়াতের

তারুণ্যের আকাঙ্ক্ষায় প্রাধান্য বিএনপির

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা