হোম > রাজনীতি

সন্ত্রাসী-চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘সম্প্রতি চাঁদাবাজ, সন্ত্রাসী, মাফিয়াদের যে উৎপাত দেখতে পাচ্ছি, এটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করতে পারে। বিশেষ করে শিল্প এলাকাকেন্দ্রিক সন্ত্রাসী-চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। যৌথ বাহিনী সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে আমাদের ধারণা, এ পরিস্থিতির উন্নতি হতে পারে।’

রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, ‘স্থানীয় পর্যায়ে এখন জনপ্রতিনিধি নেই। উপজেলা চেয়ারম্যান নেই। সিটি করপোরেশনের কাউন্সিলর নেই। তাঁদের যে কাজ, সেটা কে করবে? ইউএনও করছে! ইউএনওকে অমুক দল গিয়ে এদিকে টানে, তমুক দল গিয়ে ওদিকে টানে। প্রভাব দেখাচ্ছে, আমরা গণ-অভ্যুত্থানের লোক। আজ নির্বাচিত প্রতিনিধি নেই বলেই এসব হচ্ছে। সে কারণে আমরা বলছিলাম, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য।’

নুর বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ নামের কোনো রাজনৈতিক দল থাকবে না।

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে নুর বলেন, ‘আমাদের দেশের যে ধর্মীয় সংস্কৃতি, সেটি মনে হয় খুব কম দেশেই রয়েছে। এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। তারপরও ৫ আগস্টের পরে দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, জমি দখল, বাড়িঘর ভাঙচুর, ধর্ষণ হচ্ছে। কিন্তু আমাদের আশপাশে এমনটি হয়নি।’

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব মো. জাহিদুল করিম কচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি