হোম > রাজনীতি

টিসিবির পণ্য বিক্রি বন্ধ

জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার: সিপিবি

আজকের পত্রিকা ডেস্ক­

অন্তর্বর্তী সরকার নতুন করে ভ্যাট আরোপ, ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ ও ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শুক্রবার দলটি বলেছে, ‘স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার।’

দলের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট বিলোপ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার উল্টো পদক্ষেপ নিয়েছে। টিসিবির মাধ্যমে ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করা ও ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিলের মাধ্যমে প্রায় ৫০ লাখ মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর চাপিয়ে দেওয়া হয়েছে, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলবে।

সিপিবি নেতারা বলেন, উচ্চ মুদ্রাস্ফীতি ও আইএমএফের চাপে নেওয়া এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি।

অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচার করা অর্থ ফেরানো, খেলাপি ঋণ আদায় ও ধনীদের ওপর বিশেষ কর আরোপের জন্য সিপিবি আহ্বান জানায়।

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জমিয়ত নেতারা

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের