হোম > রাজনীতি

খালেদা জিয়ার হার্টের মূল ধমনিতে ৯৯% ব্লক, পরানো হলো রিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে ব্লক ধরা পড়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

চিকিৎসকদের বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার হার্টের মেইন আর্টারিতে ৯৯ শতাংশ ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম করে চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে তাঁরা সেখানে রিং পরিয়ে হার্টকে সাময়িকভাবে কার্যকর করতে সক্ষম হয়েছেন।’ 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর জানিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা শুরু থেকেই খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য দাবি জানিয়ে আসছি। পরিবারের পক্ষ থেকেও অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া হয়নি। দেশনেত্রীর (খালেদা জিয়া) বর্তমান শারীরিক অবস্থা আবারও প্রমাণ করেছে যে তিনি কতটা অসুস্থ। এই অবস্থায় আমরা আবারও তাঁর জীবন রক্ষা করতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। অন্যথায় এর জন্য সকল দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’ 

প্রসঙ্গত, হার্টের সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শনিবার বিকেলে তাঁর এনজিওগ্রাম করা হয়।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা