স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেছেন হেফাজত ইসলাম। মহাসচিব নূরুল ইসলাম জেহাদীকে নিয়ে সোমবার রাত ৮টা ৩৭ মিনিটে ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা সেখান থেকে বের হয়ে আসেন। বৈঠকের বিষয়ে এখনো কিছুই বলেননি তাঁরা। সাংবাদিকদের এড়িয়ে চলে যান হেফাজত নেতারা।
এদিকে হেফাজত নেতারা ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারাও মন্ত্রীর বাসায় প্রবেশ করেন জানা গেছে। এর আগে বৈঠকে অংশ নিতে একই দিন দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন জুনায়েদ বাবুনগরী।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের বিরোধিতা করতে গিয়ে নানা কর্মকাণ্ডে চাপে পড়ে হেফাজত। গ্রেপ্তার ও মামলা থেকে রেহাই পেতে ১৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংগঠনটির নেতারা। এরপর আরও এক দফায় বৈঠক হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন হেফাজতের নেতারা।
২৫ এপ্রিল রাতে কমিটি বিলুপ্ত করার পরে ৭ জুন নতুন কমিটি ঘোষণা করেছে হেফাজত। নতুন কমিটি করার পর এটাই সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে হেফাজত নেতাদের প্রথম বৈঠক।