হোম > রাজনীতি

সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রশাসন ব্যর্থ: ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ব্যর্থ স্পষ্ট হয়েছে বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রশাসনে অতিমাত্রায় রাজনীতি প্রবেশের কারণে সরকারকে খেসারত দিতে হচ্ছে বলেও দাবি দলটির।

আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। এ সময় চলমান সংকট নিরসনে ১০টি প্রস্তাবনা দেন তিনি।

লিখিত বক্তব্যে রেজাউল করিম বলেন, হাজার বছর ধরে হিন্দু-মুসলিম এই ভূখণ্ডে পাশাপাশি বসবাস করে আসছে। একই রাস্তায়, একই মহল্লায় মসজিদ আর মন্দির বছরের পর বছর অবস্থান করছে। মানুষ যার যার ধর্ম পালন করছে। মাঝে মধ্যে ছোটখাটো বিবাদ হলেও এই বছরের মত ব্যাপক বিবাদ এর আগে ঘটেনি। 

এসব ঘটনার তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে মুফতি রেজাউল বলেন, এ ঘটনার সূত্রপাত থেকে পরবর্তী প্রত্যেকটি ঘটনায় প্রশাসনের ব্যর্থতার ছাপ অতি স্পষ্ট। ৫০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ ধরনের ব্যর্থতা কল্পনা করা যায় না। আমরা মনে করি, জনপ্রশাসনে অতিমাত্রায় রাজনীতি প্রবেশের কারণে সামগ্রিকভাবে দেশের প্রশাসন ব্যবস্থায় এক ধরনের অদক্ষতা তৈরি হয়েছে। যার খেসারত এসব ঘটনা। 

এ সময় চরমোনাই পীর সংবাদ সম্মেলনে সাম্প্রদায়িক হামলার তদন্তে বিচার বিভাগীয় কমিটি তৈরি এবং ধর্ম অবমাননার বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন করার দাবি জানান। এ ছাড়া তথ্য প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং ক্ষতিগ্রস্ত মন্দির ও সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সরকারিভাবে নির্মাণ করে দেওয়ারও দাবি করেন। 

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত